প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে ২০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিবির বাজার বিওপি সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে ইফতার বিতরণ
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ইসহাক বলেন, রোজা সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। তাই সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫