কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা ও পশ্চিম বেলাশহর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চান্দিনার সাতবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী আলফু মিয়া (৭০), বরিশাল জেলার ট্রাক হেলপার শরীফ (২৫)।
স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পূর্ব বেলাশহর
একই সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নূরীতলা ব্রিজ এলাকায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার শরীফ নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫