Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় পিস্তল, ম্যাগাজিন ও ইস্কাফ সিরাপসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা সদরের শাহাপুর এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও ইস্কাফ সিরাপসহ ২ জনকে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।  

সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১২টায় সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত

অটোরিক্সাটিও জব্দ করা হয়।

আটক হওয়া যুবকরা হলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার মোমেন খানের ছেলে মোঃ ফারুক গনী (৩৯) ও চাঁদপুরের কচুয়া উপজেলার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ ফয়েজ (২৬)।

১০ বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাকের সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।


১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন