কুমিল্লা সদরের শাহাপুর এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও ইস্কাফ সিরাপসহ ২ জনকে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।
সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১২টায় সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত
আটক হওয়া যুবকরা হলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার মোমেন খানের ছেলে মোঃ ফারুক গনী (৩৯) ও চাঁদপুরের কচুয়া উপজেলার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ ফয়েজ (২৬)।
১০ বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাকের সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫