Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

হোয়াটসঅ্যাপ মেসেজের চাঁদা দাবি অতঃপর মামলা

নবীনগর সংবাদদাতা :
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সময় দেওয়া যাবে না। আজ সন্ধ্যা থেকে টাকা দেওয়া শুরু না করলে তোমার এলাকায় সাংবাদিক আছে না? তাদের নাম্বার অলরেডি সংগ্রহ করেছি, নারী সংক্রান্ত বিষয়াদি তাদের কাছে দিয়ে দেব, আমিতো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চেয়েছি তারা আরও বেশি চাইবে।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের আক্তার হোসেনের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজে এভাবেই

চাঁদা চাইতে থাকে সমাদুল হাসান ইমরান নামে এক ব্যক্তি। বাংলা ফিল্ম ডায়লগ এর মত একাধিক মেসেজ দিয়ে চাঁদার অংক জানিয়ে দেয়া হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সামাদুল হাসান একই গ্রামের শামসুল আলমের ছেলে।


এ সকল বিষয়ে ভুক্তভোগী আক্তার হোসেন বাদী হয়ে গত ২৩/১০/২৩ ইং তারিখে সামাদুল হাসান ইমরানকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। মামলা নং সি.আর ৭৩২/২০২৩। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্ট্রিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন। বলা হয় আগামী ৩/১২/২০২৪ ইং তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য।


মামলার এজাহারে যানা যায় বাদী নবীনগর থানার অন্তর্গত সলিমগঞ্জ বাজারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী। বিগত ২/৩/২০২৩ ইং তারিখ হইতে ৮/৩/২৩ ইং তারিখ পর্যন্ত ০১৬৪৭৮৪৬৭৭৭ নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাদীর হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৮১২৩০৪৯২৩ এতে মেসেজ পাঠাইয়া ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে ব্যর্থ হলে সামাজিক এবং পারিবারিক মর্যাদা নষ্ট করবে মর্মে হুমকি দেয়। পরে এ সকল বিষয়ে এলাকায় জানাজানি হয়ে গেলে গ্রামের সাহেব সর্দারগণ স্থানীয় এমপি সহায়তা নিয়ে মীমাংসার জন্য কাজ করেন। তবে পুনরায় বিবাদী লোকজন নিয়ে হুমকি ধামকি দিতে থাকে তাই আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।


এ সকল বিষয়ে সামাদুল হাসান ইমরানকে ফোন করলে তিনি বলেন,আমার আব্বুর কাছে জিজ্ঞেস করে আপনাকে পরে ফোন দিবো।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন