Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ঠিক করতে ভুল করায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন

আখাউড়া থেকে ঘটনাস্থলের দিকে আসছে।
তিনি আরো বলেন, ট্রেনটি লুপ লাইনে ছিল। অন্য লাইন সচল রয়েছে। তাই অন্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে না।

তবে কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও ঢাকা- নোয়াখালী অভিমুখী সকল ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

এদিকে কুমিল্লা স্টেশনে অসংখ্য যাত্রী আটকা পড়েছেন। বিকেলে ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে থাকার কথা থাকলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেটি আখাউড়া পৌঁছেনি। বিকেলে ৫টা ৫মিনিটে চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লা থাকার কথা থাকলেও সেটিরও খবর নেই। সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা অভিমুখী মহানগর গোধূলি কুমিল্লা ছাড়ার কথা। ওই ট্রেনটিরও শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

২৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন