ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের জগথা এলাকার একটি ছাত্রাবাস থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
জাহিদ ইসলাম রানীশংকৈল উপজেলার ননদুয়া ইউনিয়নের ননতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পীরগঞ্জ পৌর শহরের একটি স্টিলের দোকানে ঝালাইয়ের কাজ শিখতেন বলে জানা গেছে।
ছাত্রাবাসের
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা ইতিমধ্যে যুবকের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫