Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 


বুধবার রাত ১১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলি ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘঠে। নিহত জিয়াউর হক মন্তলি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলি

বাসস্ট্যান্ড রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারে তারা ডিবি পুলিশের সদস্য। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুর্ঘটনাটি ঘটে।


নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন