Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় চিংড়িতে বিষাক্ত জেলি মিশিয়ে বিক্রি: ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে সোমবার, মে ৫, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ নভেম্বর)  রাত  সাড়ে ১০ টায় দাউদকান্দির আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷

দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান

পরিচালনা করেন। অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

অভিযানকালে চিংড়িতে জেলি মেশাচ্ছেন এমন অবস্থায় ০৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার গাংনির মোল্লার হাটের মিকরাইল উল্লাহ(২২), একই এলাকার  সহিদুল শেখ(২২)  এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার আজহারুল ইসলাম(৪০) ।

অভিযানকালেব তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।।

৫ দিন আগে সোমবার, মে ৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন