কুমিল্লার লাকসামে ছাত্রদলের হামলায় আহত পৌর ছাত্রলীগের সহ-সভাপতি অনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৮ জুন) রাত ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় ।
লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন বলেন, ‘২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী অনিককে মারধর করলে তাকে স্থানীয় হাসপাতালে
ওই মারামারির ঘটনায় ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ‘এ ঘটনায় আরও একটি মামলা হবে।’
৯ ঘন্টা আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
