কুমিল্লার লাকসামে ছাত্রদলের হামলায় আহত পৌর ছাত্রলীগের সহ-সভাপতি অনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৮ জুন) রাত ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় ।
লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন বলেন, ‘২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী অনিককে মারধর করলে তাকে স্থানীয় হাসপাতালে
ওই মারামারির ঘটনায় ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ‘এ ঘটনায় আরও একটি মামলা হবে।’
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫