Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা মুরাদনগর প্রেসক্লাবের সেক্রেটারি আরিফের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার:
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে মারধর করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট  অ্যাসোসিয়েশন  নেতৃবৃন্দরা। 


বুধবার

( ৭ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ৮ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের মহসিন ফার্মেসীতে ঔষধ ক্রয় করার সময় সাংবাদিক আরিফের উপরে এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয় লোকজন ও আহত সাংবাদিক আরিফ জানান,  ফার্মেসিতে ঢুকে  মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোরাফ,  নুরুল ইসলাম, স্টুডিও মানিকের উপস্থিত থেকে তাদের নেতৃত্বে  মুরাদনগর দক্ষিণ পাড়ার শফিক মিয়ার ছেলে রুহুল আমিনসহ ১০-১৫ জন সন্ত্রাসী এ  হামলা চালায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আহত সাংবাদিক আরিফকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


উল্লেখ্য যে, এই ঘটনার কয়েকদিন আগে সাংবাদিক আরিফের কার্যালয় ভাঙচুর করা হয়।

১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন