Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে অ‌ভিয‌ান: ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা ও মিথ‌্যা ঘোষণা দি‌য়ে ভোক্তা‌কে প্রতা‌রিত করার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।  

শুক্রবার সকালে বা‌ণিজ‌্য মন্ত্রণালয় নির্ধা‌রিত নিত‌্যপ‌ণ্যের (আলু, পেঁয়াজ, ডিম) মূল‌্য বাস্তবায়‌নে

কু‌মিল্লা নগরীর  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে বি‌শেষ তদার‌কি কার্যক্রম পরিচা‌লনা করা হয়।

এ সময়  মেসার্স আনন্দ স্টোরকে ২ হাজার, মায়ের দোয়া প‌ল্ট্রিকে ২ হাজার, ইমু পো‌ল্ট্রিকে ২ হাজার এবং মেসার্স প‌রিমল সাহা স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০ টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন