Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার ধর্মপুরে সেনাবাহিনীর অভিযান, মাদক ও গুলিসহ একজন আটক, সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ শাহজাহান পালিয়েছে

স্টাফ রিপোর্টার:
১ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা সদরের  ধর্মপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও গোলাবারুদসহ পলাশ নামের একজনকে আটক করেছে কুমিল্লা সেনাবাহিনী । অভিযান চলাকালে তার ভাই মোঃ শাহজাহান পালিয়ে যেতে সক্ষম হয়।


এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগান কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তল গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা

হয়েছে।


শনিবার (১৯ জুলাই) ভোর ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।


উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়। 


গোয়েন্দা সূত্রমতে, এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোঃ শাহজাহানের মালিকানাধীন।


বিশেষ নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায়, মোঃ শাহজাহান এখনো একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত ছিলেন।


আটক হওয়া পলাশ (৩০) কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবিদ আলীর ছেলে।


আটক হওয়া  আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

১ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন