Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫২০ জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট:
১৩ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৯৯৫-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৫২০ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক

সমিতির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার উদ্দিন।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষক আব্দুল মান্নান ও বাহা উদ্দিন বাদশা বলেন, অবসরের ৩৫ বছর পরে জীবন সায়াহ্নে এসে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধিত হয়ে বেশ আনন্দিত। এ আয়োজনের ফলে বহু বছরের সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় উৎফুল্ল বোধ করছি।

১৩ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন