Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ক্ষমতায় এসেই ১০ হাজার মানুষকে চাকরিচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো




সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫ শতাধিক সরকারি কর্মী চাকরিচ্যুত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা

বৃদ্ধি’ নামে একটি নতুন দপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দেন। এই দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত হন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি না পাওয়ায় দপ্তরটি এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি। এর ফলে ইলন মাস্ককে মন্ত্রীর পদবির পরিবর্তে ‘উপদেষ্টা’ হিসেবেই দায়িত্ব পালন করতে হচ্ছে।


ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই শুরু হয়, যা এখন প্রায় ১০ হাজারে পৌঁছেছে। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবাসহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। এই পুরো প্রক্রিয়া ইলন মাস্কের তত্ত্বাবধানে ‘সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি’ কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে।


শীঘ্রই এই তালিকায় আরও হাজারের বেশি কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, আগামী সপ্তাহেই ১ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে।


২০ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন