আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কোন বিদেশি শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনক্রমেই মেনে নেবো না। তবে আগামী নির্বাচন কিভাবে করা যায়, সে বিষয়ে তাদের ভালো কোন পরামর্শ বা আধুনিক প্রযুক্তির বিষয়ে বললে আমরা মেনে নেবো। বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে। তারা হাতে-পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি
করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অতীতের মতো আবারো আগুন সন্ত্রাস করবে। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবো। আগামী নির্বাচনে বিএনপি না আসলেও সে নির্বাচনে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে।
পরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০০ জনের মেডিকেল টিম ৫ হাজারেরও বেশি রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫