টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেন ‘বরবাদ’ নামে একটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। কিন্তু এই ছবির পর বাংলার ছবিতে তার কাজের ধারাবাহিকতা তুলনামূলক কম ছিলো। বলা চলে,কলকাতা ইন্ডাষ্ট্রি সুবিধো করতে পারেননি ঋত্বিকা। যদিও ইতোমধ্যে তার অভিনীত তামিল ছবি মুক্তি পেয়েছে।
যা নিয়ে অভিনেত্রী ঋত্বিকা সেন নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, টলিগঞ্জে এখন বিশ্বাসযোগ্য প্রযোজকের সংখ্যা কমেছে। তেমন
মাঝে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল বাংলাদেশের ছবিতেও কাজ করছেন তিনি। কিন্তু তা আর বাস্তব হয়নি। গুঞ্জনেই সীমাবদ্ধ। তবে তামিল ইন্ডাষ্ট্রিতে ধীরে ধীরে আসন করতে পারছেন বলেই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন ঋত্বিকা। তিনি বলেন, দক্ষিণে আমাকে মানুষ কিন্তু ‘বেঙ্গলি গার্ল’ নামেই চেনেন। আর আমি সেখানে বাংলার প্রতিনিধিত্ব করি। এর মধ্যে তো খারাপ কিছু নেই।
বেশ ছোট বয়সেই সিনেমায় আসেন ঋত্বিকা। এখন অবশ্য পুরোদস্তুর নায়িকতা। সাক্ষাৎকারে তিনি জানান, এখন আমি বিবিএ পড়ছি। এর পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার ইচ্ছে রয়েছে। অভিনয় এবং পড়াশোনা ব্যালান্স করা খুব কঠিন হলেও সাহস জুগিয়েছেন মা। তাই দু’টি কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে।
ঋত্বিকা ইতোমধ্যে কলকাতার একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন। সিনেমার নায়িকা হুট করে ওয়েবে? এমন প্রশ্নের মুখে নায়িকার ভাষ্য, ওয়েব সিরিজ নিয়ে একটা দীর্ঘ সময় আমি দোটানার মধ্যে ছিলাম। লকডাউনে এমন কোনও ওয়েব সিরিজ ছিল না, যেটা আমি দেখিনি। তারপর থেকেই ইচ্ছাটা প্রবল হয়। প্রস্তাবও প্রচুর এসেছে। কিন্তু সত্যি বলতে মনের মতো চরিত্র পাচ্ছিলাম না। তাই এতটা সময় লাগল। অবশেষে পেলাম। নাম ‘অভিশপ্ত’।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫