আসছে ‘ভাগম ভাগ-২’। সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে চর্চা তুঙ্গে। পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিমারুর থেকে ‘ভাগম ভাগ’-এর স্বত্ব কিনেছেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। শুধু স্বত্ব কেনাই নয়, অক্ষয় ইতিমধ্যেই ‘ভাগম ভাগ ২’-এর কাজে নেমে পড়েছেন।
বর্তমানে বলিউডে সিক্যুয়েলের যুগ চলছে। গত কয়েক বছরে একের পর এক হিট ছবির সিক্যুয়েল মুক্তি
পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে বলিউডের জনপ্রিয় কমেডি ঘরানার ছবি ‘ভাগম ভাগ’। এই সিক্যুয়েলেও থাকছেন বরাবরের মতোই পরেশ রাওয়াল, গোবিন্দ এবং অক্ষয় কুমার।শুধু ‘ভাগম ভাগ’-ই নয়, অক্ষয় কুমার ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনেছেন বলে জানা গেছে। ফলে বলিউডের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর পুনর্জন্ম ঘটাতে অক্ষয় যে বদ্ধপরিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।
শোনা যাচ্ছে, ‘ভাগম ভাগ ২’-এর স্ক্রিপ্ট লেখার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। নতুন একটি টিম এই কাজ করছে, যারা চেষ্টা করছে গল্পে আসল ছবির মতোই এনার্জি ও কমেডি বজায় রাখতে।
এই ছবিতে পরেশ রাওয়াল এবং গোবিন্দকে নেয়ার ব্যাপারেও আগ্রহী অক্ষয় কুমার। ‘ভাগম ভাগ’-এর প্রথম ছবিতেও এই তিনজন প্রধান চরিত্রে ছিলেন। সিক্যুয়েলেও যদি তাদের একসঙ্গে দেখা যায়, তাহলে তাদের দুর্দান্ত কমেডি কেমিস্ট্রি পুনরায় উপভোগের সুযোগ হবে দর্শকদের জন্য।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ভাগম ভাগ’। প্রিয়দর্শন পরিচালিত সেই ছবিটি হাস্যরস, টুইস্ট, এবং মজার গল্পের জন্য দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, এবং বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকদের মনও জয় করেছিল।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫