Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কাভার্ডভ্যান কেড়ে নিল ঘুমন্ত মা মেয়ের প্রাণ, বাবা আহত

ডেইলি বাংলাদেশ মিরর
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান বসতবাড়িতে উঠে ঘুমিয়ে থাকা মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন বাবা গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (৩০ মে) ভোররাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা

হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস (৪২) ও মেয়ে রাধীকা রানী দাস (১২)।

ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বসতঘরে উঠে পড়ে। এসময় ঘুমিয়ে থাকা ফুল রানী দাস ও তার মেয়ে রাধীকা রানী ঘটনাস্থলেই মারা যান। এসময় বাবা গণেশ চন্দ্র দাস গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন