Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিএনসিসি দেশের উন্নয়নে এবং জনগণের সেবায় কাজ করছে : মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ জন সদস্যকে পদোন্নতির র‌্যাঙ্ক ব্যাজ পরানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনজন মেজর, পাঁচজন ক্যাপ্টেন, সাতজন লেফটেন্যান্ট এবং পাঁচজন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়া বিএনসিসি

অফিসারদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি, পিএসসি। এ সময় কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের উন্নয়ন এবং জনগণের সেবায় তাদের শ্রম ও মেধা দিয়ে কাজ করছে। দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছাশ্রমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সম্প্রতি ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষদের উদ্ধার এবং ত্রাণ পৌঁছানোর কাজে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।


প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন, "আপনারা নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর ফলে আপনার দায়িত্ব আরও বৃদ্ধি পাবে। আপনাদের মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দেশের প্রয়োজনে এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই আমি আশা করি।"


এ পরবর্তী সময়ে বিএনসিসির মহাপরিচালক কেক কেটে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন