Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

দুঃসময়ে ঐশ্বরিয়ার পরামর্শে জীবনে স্থিরতা খুঁজে পেয়েছিলেন অভিষেক

ডেস্ক রিপোর্ট:
১৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বি-টাউনে গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে তাদের সংসারে মনোমালিন্যের কারণে দূরত্ব বেড়েছে। তারা নাকি আর একসঙ্গে এক ছাদের নিচে থাকছেন না। বেশির ভাগ সময় ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গেই কাটাচ্ছেন। অথচ এক সময় তাদের সম্পর্ক একেবারে অন্যরকম ছিল— দুজনেই একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে

চলতেন।


অভিষেক বচ্চন নানা সময়ে সমালোচনার মুখে পড়েছেন, সমাজমাধ্যমে ট্রোলডও হয়েছেন। সেই সময়ে স্ত্রী ঐশ্বরিয়া তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিলেন। এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, ঐশ্বরিয়ার পরামর্শ তাকে সমালোচনার নেতিবাচক প্রভাব এড়িয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে। ঐশ্বরিয়া তাকে বলেছিলেন, “দশ হাজার মানুষ তোমার প্রশংসা করবে, কিন্তু একটি নেতিবাচক মন্তব্য তোমাকে কষ্ট দিতে পারে।" এই কথা শুনে অভিষেক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কেবল তার কাজ এবং ইতিবাচক মন্তব্যগুলিকেই গুরুত্ব দেবেন।


ঐশ্বরিয়া তাকে আরও বলেছিলেন, "ব্যর্থতা তোমার সঙ্গী হয়ে থাকবে, কিন্তু তোমাকে ব্যর্থতার সঙ্গে মানিয়ে নিতে হবে না।" এই পরামর্শ অভিষেককে তার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে শিখিয়েছিল। তিনি বলেছিলেন, "আমি সবসময় ব্যর্থতা থেকে কিছু শেখার চেষ্টা করি।"


দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০০৭ সালে তারা বিয়ে করেছিলেন, আর ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যা জন্মগ্রহণ করে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়েছে। এমনকি অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা নাকি এই দূরত্বের অন্যতম কারণ হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে।

১৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন