জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের চেয়ে কথা বেশি হয় মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ্য তৈরি। এটি আমাদের মোকাবেলা করতে হবে। এ ছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
সোমবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং’
শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, কিন্তু কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে, এটি যদি সঠিকভাবে না করি, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের লোক থাকে, দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।
অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না।
তিনি বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশের কম না আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবিলা করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের ৩০ বিলিয়ন ডলার দরকার। এক বিলিয়ন ডলারই আইএমএফ থেকে আনতে কষ্ট হয়ে যায়।
৩ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫