কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রঘুপুরে অবৈধ ব্যাটারির পানি ও বিশুদ্ধ পানি উৎপাদনের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রঘুপুরে রানা মিয়া ও কাশেম মিয়ার বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কাশেম মিয়ার বাড়িতে অবৈধ এই পানির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও রানা মিয়াকে
আগামী এক সপ্তাহের মধ্যে পানির যত সরঞ্জাম রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়।জরিমানা করেন ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর ক্যাম্পের সেনাবাহিনী কর্মকর্তারা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, বিএসটিআইয়ের ইন্সপেক্টর আরিফ উদ্দিন,আমিনুল ইসলাম শাকিল।
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫