Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

জাপানে ১ লাখ জনবল পাঠানোর পরিকল্পনা সরকারের: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো



জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে কর্মী পাঠাতে হলে জাপানি ভাষা জানা বাধ্যতামূলক।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।


অর্থ উপদেষ্টা

বলেন, জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রায় ১ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না। ভাষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।


তিনি মন্ত্রী-এমপিদের জন্য গাড়ি কেনা সংক্রান্ত আলোচিত প্রস্তাব নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, আগামী সংসদে নির্বাচিত মন্ত্রী ও এমপিদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৮ ঘন্টা আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন