Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।


মাহমুদুর

রহমানের আইনজীবী তানভীর আহম্মেদ আল আমিন জানান, আজ মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে আপিল করা হয়। আদালত আপিল গ্রহণ করেন এবং এরপর জামিন আবেদন মঞ্জুর করেন।


এর আগে, গত ২৯ সেপ্টেম্বর, মাহমুদুর রহমান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


২০২৩ সালের ১৭ আগস্ট, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন। আদালত সাংবাদিক শফিক রেহমান, জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহম্মেদ সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান ভূঁইয়াকে একই রায়ের আওতায় সাজা দেন।


রায়ে আদালত অপহরণের চেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড এবং হত্যার ষড়যন্ত্রের জন্য আরও দুই বছরের কারাদণ্ড দেন। এছাড়া, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।


মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের উচ্চপর্যায়ের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট, ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান এই মামলাটি দায়ের করেন।


২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি, পুলিশের পক্ষ থেকে শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন