Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক প্রাণহানি: হোয়াইট হাউস

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তার দাবি অনুযায়ী, শুধুমাত্র গত সপ্তাহেই ১,০০০ এর বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে।


শুক্রবার (২৭ ডিসেম্বর) একটি প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।


সাংবাদিকদের সাথে আলাপের সময়, জন কিরবি কুরস্ক অঞ্চলের পরিস্থিতি

নিয়ে বিশদ তথ্য দেন, যেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।


কিরবি বলেন, “আমাদের মূল্যায়ন অনুযায়ী, উত্তর কোরিয়ার সৈন্যরা গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাত্র এক সপ্তাহে ১,০০০-এর বেশি হতাহতের ঘটনা ঘটেছে।”


তিনি আরও যোগ করেন, “এটি স্পষ্ট যে রাশিয়া এবং উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সৈন্যদের ব্যয়যোগ্য হিসাবে বিবেচনা করছেন এবং তাদের ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার জন্য আশাহীন আক্রমণের আদেশ দিচ্ছেন।”


মার্কিন মুখপাত্র জানান, ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই কিয়েভের জন্য আরও একটি অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করতে পারেন।


ঐতিহাসিকভাবে, উত্তর কোরিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মস্কোকে সহায়তা করেছে। তবে, ইউক্রেনে উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি অংশগ্রহণ সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।


যদি এই দাবি সত্যি হয়, তবে নির্ভরযোগ্য উৎস থেকে এর সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেন সংঘাতে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বড় ধরনের ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। বিশেষত, উত্তর কোরিয়া, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে।


উত্তর কোরিয়া যদি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তবে কিম জং-উনের সরকার হয় এই ক্ষতি কমানোর উপায় খুঁজবে, নয়তো সংঘাতে আরও বড় ক্ষতির মুখে পড়া এড়ানোর চেষ্টা করবে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন