Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইসরায়েলের হামলা, ক্ষয়ক্ষতির তথ্য দিলো ইরান

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

 



ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় শনিবার ইসরায়েল এই পাল্টা হামলা চালায়। খবর বিবিসির।


ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং তেহরান ও পশ্চিম ইরানের কিছু স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে।


এদিকে,

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি দায়িত্বের বিষয়টিও তারা স্বীকার করে।


ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে এই হামলা চালানো হয়েছে। তারা দাবি করছে, এসব হামলার সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে এবং কিছু স্থানে ‘সামান্য ক্ষতি’ হয়েছে।


ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া বিভিন্ন শহরে স্বাভাবিক দৃশ্যের চিত্র প্রকাশ করেছে। স্কুল ও খেলাধুলাও স্বাভাবিকভাবে চলছে বলে এসব খবরের মাধ্যমে জানানো হয়েছে।


ইরানে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী তাদের অভিযানের বিষয়টি ঘোষণা করে। আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের আত্মরক্ষায়’ নিজেদের প্রস্তুতির বহিঃপ্রকাশ ঘটেছে।


এছাড়াও তিনি সতর্ক করে দিয়েছেন যে, যদি ইরান নতুন করে উত্তেজনা তৈরি করে, তাহলে ‘ইসরায়েল জবাব দিতে বাধ্য হবে’।


তবে শনিবার ভোরে ইসরায়েলের হামলার সুনির্দিষ্টতা কিংবা হামলার মাত্রা সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। ইরানের এভিয়েশন কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল অল্প সময়ের জন্য স্থগিত করে পরে আবার চালুর ঘোষণা দিয়েছে।


বার্তা সংস্থা এএফপিকে ৪২ বছর বয়সী কারখানা কর্মী হুমান বলেন, “শব্দের প্রতিধ্বনি হচ্ছিল... ভয়ানক ও ভয়ঙ্কর। এখন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে। আমরা ভীত যে আমাদের এর মধ্যে টেনে নেওয়া হবে।”

২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন