গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে ঢুকে আকস্মিক হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে। এ সংঘাত এখন লেবানন ও সিরিয়ায়ও ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে অশান্তির সৃষ্টি হয়েছে।
গাজা যুদ্ধে এক বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে, সোমবার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের তৃতীয় বৃহত্তম
শহর হাইফায় হামলা চালিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে হিজবুল্লাহর রকেট হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে, যার ফলে ১০ জন আহত হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা 'ফাদি ১' ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে। এর মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফায়, এবং আরও পাঁচটি তিবেরিয়াস শহরে আঘাত হানে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর রকেট হামলার ফলে রোববার হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোক সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানিয়েছেন, এই প্রথমবারের মতো হাইফার বাসিন্দারা শহরের অভ্যন্তরে হিজবুল্লাহর রকেট হামলার সম্মুখীন হয়েছে।
তিনি আরও বলেন, প্রায় ৩ লাখ লোকের বাস হাইফায়, যা উত্তর ইসরাইলের সবচেয়ে বড় শহর। কৌশলগত দিক থেকে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। হিজবুল্লাহর এ আক্রমণ ইসরাইলকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫