দেশে সব ধরনের ইন্টারনেট সেবার দাম বর্তমান মূল্য থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন মূল্য আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে।
রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির
বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে। আগামী এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে।তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে জানানো হবে।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫