অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের অনেক দেশেই একজন নাগরিক একাধিক ভাষায় কথা বলতে পারেন। তাই ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের
একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়।প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সংঘটিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আমরা দ্রুতগতিতে একটি নতুন বিশ্ব গড়ে তুলছি। এ ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রধান ভূমিকা পালন করছে। প্রযুক্তির প্রাধান্যের পাশাপাশি ভাষার প্রাধান্যও বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, যে দেশের প্রযুক্তি বিশ্বে প্রাধান্য অর্জন করবে, সেই দেশের ভাষাও বিশ্বব্যাপী প্রাধান্য পাবে। সারা বিশ্বের মানুষ সেই ভাষা শেখার জন্য আগ্রহী হবে। যে দেশ বিশ্বে নেতৃত্ব দেবে, সেই দেশের ভাষার প্রতি সবার আগ্রহ বাড়বে।
সরকারপ্রধান আরও উল্লেখ করেন, প্রযুক্তি ছাড়াও যেকোনো একটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারলেই সেই দেশের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫