Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

হিজাব না পরায় ইরানে ২ নারীর মাথায় ছুড়ে মারা হলো দই, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক:
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ইরানে দুই নারী চুল ঢেকে না রেখে এক দোকানে যান। এ নিয়ে সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ছুড়ে মারে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর বিবিসি ও স্কাই নিউজের।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে, ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় শানদিজ শহরে ঘটেছে এ ঘটনা। এই ঘটনার পর ওই দুই নারীকে গ্রেপ্তারও করা হয়েছে। সেইসঙ্গে দই ছোড়া ব্যক্তিও গ্রেপ্তার হয়েছেন।


ভাইরাল

হওয়া ভিডিওতে দেখা যায়, ওই দুই নারী ক্রেতা এক দোকানে ঢুকেছেন। এরপর তাদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন। একপর্যায়ে ওই ব্যক্তি দোকানের তাকে রাখা দইয়ের বাটি তুলে রাগান্বিতভাবে ওই দুই নারীর মাথায় ছুড়ে মারেন।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, দুই নারী কিছু কেনার জন্য দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানের পাশে দিয়ে যাওয়া এক ব্যক্তি সেখানে আসে এবং ওই নারীদের সঙ্গে কথা বলা শুরু করে। এরপর দই তাদের মাথায় ছুড়ে মারতে থাকে। এ সময় দোকানদার ওই হামলাকারীকে বের করে দেয়।

ভিডিও ফুটেজে দোকানে দুই নারীকে পণ্য কেনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক ব্যক্তি দুজনের সঙ্গে কথা বলার পর দুজনের মাথায় দই ছুড়ে মারেন। এরপর দোকানের বিক্রেতা ওই হামলাকারীকে দোকান থেকে বাইরে নিয়ে যান।
মাসা আমিনির মৃত্যু ঘিরে দেশটিতে কয়েকমাস ধরে ব্যাপক হিজাববিরোধী বিক্ষোভ চলে

এই নিয়ে ইরানের বিচার বিভাগ বলছে, জনসম্মুখে চুল দেখানোর কারণে দুই নারীকে আটক করা হয়েছে। ইরানে নারীদের প্রকাশ্যে চুল দেখানো অবৈধ। এ ছাড়া বিচার বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার অভিযোগে মাসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের নৈতিক পুলিশ। গ্রেপ্তারের তিন দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। এর জেরে ইরানজুড়ে কয়েক মাস ধরে চলে তুমুল হিজাববিরোধী বিক্ষোভ। এর রেশ কাটতে না কাটতেই দেশটিতে হিজাব না পরার কারণে দুই নারীর ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটল।

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন