Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

হাসিনার পুনর্বাসনকারীরাও ফ্যাসিস্টের দোসর: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি তোলার পরিবর্তে যারা তাদের পুনর্বাসনের কথা বলেন, তারা মূলত ফ্যাসিস্টদের সহচর। তিনি দৃঢ়ভাবে বলেন, হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।


শনিবার বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনের

শহিদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


সারজিস আলম আরও বলেন, “যে নবজাতক জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে, তাকে আমরা কী জবাব দেব? আমরা খুব দ্রুতই আমাদের ওপর ঘটে যাওয়া অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যার মতো ভয়াবহ ঘটনাগুলো ভুলে যাই। কিন্তু এবার দেশের ছাত্রসমাজ আর ভুল করবে না। আমরা সব হত্যার সঠিক বিচার নিশ্চিত না করে ঘরে ফিরবো না। আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেব না।”


অনুষ্ঠানে বরিশাল বিভাগে শহিদ হওয়া ৩১৪ জনের মধ্যে ৭৯ জন শহিদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। উদ্যোক্তারা জানান, আরও শহিদ পরিবারের সদস্যরা ঢাকায় নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে সবাইকে সহায়তা দেওয়া হবে।


এ সময় অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং সিভিল সার্জন মারিয়া হাসান উপস্থিত ছিলেন।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন