ফিলিস্তিনের গাজায় চলমান দখলদার ইসরাইল কর্তৃক নির্মম গণহত্যার প্রতি নিন্দা জানিয়ে কুমিল্লা জিলা স্কুল কমিউনিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কুমিল্লা জিলা স্কুল থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর দিয়ে পুলিশ লাইন হয়ে
আবার কুমিল্লা জিলা স্কুলে এসে শেষ হয়।উক্ত সমাবেশে কুমিল্লা জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসরাইলের বিপক্ষে তাদের শক্ত অবস্থানের জানান দেন।
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫