Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ফুফাতো বোনকে ‘ভুট্টাক্ষেতে নিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:
৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি ভুট্টার ক্ষেত থেকে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার মামাতো ভাই (১৩) মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম শ্রেণির ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, সম্প্রতি ঢাকা থেকে দেবীগঞ্জে গ্রামের বাড়িতে আসে ওই কিশোর। গত মঙ্গলবার সে উপজেলার একটি ইউনিয়নে ফুফুর বাড়ি বেড়াতে যায়। গতকাল বিকেলে ফুফাতো বোনকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হয় সে। পরে বাড়ি থেকে দূরের একটি ভুট্টার ক্ষেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে কিশোর। এ সময় শিশু চিৎকার করলে তার গলা চেপে ধরে অভিযুক্ত কিশোর। তখন শ্বাস বন্ধ হয়ে শিশুর মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত শিশুর গলায় ও মুখে দাগ দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন