বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা মানিক মিয়ার হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর
শেখ হাদীউজ্জামান আসামি পলকের রিমান্ডের আবেদন করেন। শুনানির সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
তিনি বলেন, "পলককে ইতোমধ্যেই ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ৩১ দিন রিমান্ডে ছিলেন। সর্বশেষ গত ৯ নভেম্বর যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। কোমর ব্যথায় ভুগছেন তিনি। এ অবস্থায় বারবার রিমান্ডে নেওয়া যুক্তিসঙ্গত নয়। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।"
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ থেকে ওমর ফারুক বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পলকের বিরুদ্ধে আরও মামলার ভিত্তি রয়েছে। তার অসুস্থতার অজুহাত নতুন নয়। কোর্টে আসতে অসুবিধা হলেও হত্যাকাণ্ড চালাতে তার সমস্যা হয় না।"
এরপর শুনানি শেষে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি হিসেবে পলকের নাম উল্লেখ করা হয়।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫