Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

অর্থনীতি

এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫
# ফাইল ফটো




চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ডলারের বিনিময় হার প্রতি ডলারে ১২২ টাকা ধরে এর টাকার পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা। রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, প্রবাসীরা বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রীয়

মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।


এদিকে, চলতি বছরের মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের ইতিহাস। এর আগে জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়।

১০ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন