Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইন ও আদালত

এমপি আনার হত্যার বিচার বাংলাদেশেই হবে : রাষ্ট্রপক্ষের আইনজীবী

ডেস্ক রিপোর্ট:
৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো


কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল। যেহেতু হত্যাকাণ্ড ভারতে হয়েছে, বিচার কি এখানে হবে নাকি ভারতে হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনগত দিক বিবেচনা করে বিচার এখানেই হবে। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।


শুক্রবার (২৪ মে) ঢাকার চিফ

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের সামনে এ কথা বলেন তিনি। এর আগে আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে তোলা হলে তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সেখানে ছিলেন। ৩ আসামিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার দুলাল বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ের একটি খুনের উদ্দেশ্য নিয়ে অপহরণ মামলা দায়ের করা ছিল। অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে আদালতে তোলা হয়।


আসামিরা হচ্ছেন— শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান। প্রত্যেক আসামির জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।


আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।


এটি হত্যা মামলা হবে কখন, জানতে চাইলে তিনি বলেন- হত্যার রহস্য যখন উন্মোচন হবে তখনই এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে এটি অপহরণ মামলাই আছে।


আসামিপক্ষের কোনও আইনজীবী আদালতে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামের পক্ষে কোনও আইনজীবী আদালতে ছিল না। আদালতে শুধু শিলাস্তি রহমান বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমি তো কিছু জানি না। বাকি ২ আসামি কোনও কথা বলেননি।

৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন