ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মচারীকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) ও আরও একজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ এ তথ্য জানান।
তিনি
বলেন, কর্মচারীদের কর্মবিরতি শেষ হয়েছে এবং বর্তমানে মেট্রোরেলের চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।এর আগে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে এমআরটি পুলিশের হাতে ডিএমটিসিএলের চার কর্মী শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি শুরু করেন। এ কারণে সকাল থেকে মেট্রোরেলের যাত্রীসেবায় বিভিন্ন জটিলতা দেখা দেয়। বিশেষ করে, কিছু স্টেশনে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
ঘটনার পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানে বিভিন্ন স্টেশনে অবস্থান নেন। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বলে জানান এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, "আমি প্রতিটি স্টেশন ঘুরে দেখেছি। সমস্যা ছিল, কিন্তু এখন তা সমাধান হয়ে গেছে। মেট্রোরেলের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। কর্মচারীদের কিছু সমস্যা ছিল, তবে এখন সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।"
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫