যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সরকারি ব্যয় কমানোর নামে হাজার হাজার বিজ্ঞানী ও গবেষককে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেছে। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তি বিষয়ক কমিটি।
মঙ্গলবার কংগ্রেসের অধিবেশনে হাউস কমিটির সদস্যরা একটি প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানী ও গবেষকরা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনভায়ার্নমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে (ইপিএ) কর্মরত। তাদের কাজ পরিবেশ দূষণ, সুপেয় পানি, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করা।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য চাকরিচ্যুতদের মধ্যে অল্প কয়েকজনকে অন্য সরকারি সংস্থায় বদলি করার পরিকল্পনা করা হয়েছে। তবে বেশিরভাগই চাকরিচ্যুতই থাকবেন। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে সরকারি ব্যয় কমানোর অজুহাত দেখিয়ে ইতিমধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তি কমিটির সদস্য এবং ক্যালিফোর্নিয়ার এমপি জোয়ে লফগ্রিন এএফপিকে বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বিজ্ঞানকে রাজনীতিকরণ করেছিলেন। এবার তিনি বিজ্ঞানকে হত্যা করার পরিকল্পনা করছেন।”
এই পদক্ষেপটি পরিবেশ সংক্রান্ত গবেষণা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই আশঙ্কা করছেন যে, এই সিদ্ধান্তের ফলে পরিবেশ সংক্রান্ত নীতি ও গবেষণা ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়তে পারে।
সূত্র : এপি
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫