Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

এবার প্রথমবারের মতো কুমিল্লা জিলা স্কুলের সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টার:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





এবার প্রথমবারের মতো  কুমিল্লা জিলা স্কুল কমিউনিটির গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।


কুমিল্লা জিলা স্কুলের ইতিহাসে প্রথমবারের মতো সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একসাথে এক মঞ্চে অবস্থান করবে।


আয়োজক কমিটি জানান, এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং আমাদের ঐতিহ্য, ঐক্য এবং বন্ধনের প্রতিচিত্র। পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, নতুনদের

সঙ্গে পরিচিতি এবং একসাথে স্কুলের সোনালি দিনগুলোর স্মৃতিচারণের এক বিশেষ সুযোগ। কুমিল্লা জিলা স্কুলকে সাজানো হবে এক উৎসবমুখর পরিবেশে, যেখানে একত্রিত হবে শত শত প্রাক্তন শিক্ষার্থীর প্রাণের বন্ধন।


এই বিশেষ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্যাচ থেকে ২-৫ জন ব্যাচ প্রতিনিধি নির্বাচন করা হবে। 


প্রতিনিধিরা নিজ ব্যাচের সদস্যদের সঙ্গে সমন্বয় করা, আয়োজনের আপডেট পৌঁছে দেওয়া, অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাচের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, উক্ত ব্যাচের সকল দায়িত্ব তাদের তত্ত্বাবধানে থাকবে।


 কুমিল্লা জিলা স্কুলে ২৭/২৮ রমজান এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন