Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

এবার জয়ের ‘১৩টি প্রশ্নের মুখে ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো

যেকোনো অপরাধ সংঘটিত হলে তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থা মুখোমুখি হতে হয়। পুলিশ, ডিবি কিংবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অনেক অজানা সত্য। তবে এবার তেমনটি হচ্ছে না, হচ্ছে উল্টোটা।

এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে প্রশ্নের মুখে পড়তে হবে। আর তাকে প্রশ্নগুলো করবেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক

শাহরিয়ার নাজিম জয়। তার ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। যা প্রচার হবে আজ মঙ্গলবার রাত ১০টায় চ্যানেল আইয়ে।


শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমার আগের অনুষ্ঠানগুলো দেখলেই সেটি স্পষ্ট হবেন। এবারের অনুষ্ঠানটিও অন্যরকম। এই অনুষ্ঠানে ইতোমধ্যেই অতিথি হয়েছেন অনেকে। সবগুলো পর্বই দর্শকদের ভালো লেগেছে। আশা করি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।’


জানা গেছে, ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআ’র চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চিত্রনায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।

১ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন