Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

এ মাটি জঙ্গিবাদের নয়, এ মাটি মানববতার: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশের মাটি জঙ্গিবাদের নয়, মানবতার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জঙ্গিবাদ নয়, যোগ্যতা ও মানবিকতার সমন্বয়ে সোনালি ভবিষ্যৎ তৈরি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে তৈরি হতে হবে।

মঙ্গলবার নগরের একটি হোটেলে কোডার্স ট্রাস্ট চট্টগ্রাম ক্যাম্পাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কোডার্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমেদের সভাপতিত্বে

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ওয়াশিকা আয়েশা খান এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. মশিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আমিনুর রহমান ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। গবেষণায় জোর দিতে হবে। আধুনিক বিশ্বের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার দ্বার উন্মুক্ত করতে হবে। একবার ফল না আসলেও গবেষণার ধারা চলমান রাখতে হবে। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সৃষ্টি করে বিভিন্ন সফট স্কিলস শেখার পরিবেশ তৈরি করতে হবে।

বিদ্যুৎসহ বর্তমান সময়ের নানা সংকটের প্রসঙ্গ এনে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে দিনের একটি বৃহৎ সময় বিদুৎ থাকতো না, বেশিরভাগ জায়গায় বিদ্যুতের লাইনও ছিল না। অথচ বর্তমানে দেশের চিত্র পুরোপুরি ভিন্ন। আজকে শিল্প খাতের প্রসারের ফলেই দেশের অগ্রযাত্রা চলমান রয়েছে।

১১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন