Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

এ বছর কোরবানিযোগ্য পশু প্রায় ১ কোটি ২৫ লাখ, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ

ডেস্ক রিপোর্ট:
১৬ ঘন্টা আগে সোমবার, মে ৫, ২০২৫
# ফাইল ফটো




ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এ বছর প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানানো হয়েছে।


রোববার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে এবার কোরবানির জন্য পর্যাপ্ত

পশু রয়েছে। গরু-মহিষ, ছাগল-ভেড়া ও অন্যান্য প্রজাতি মিলে মোট সোয়া কোটি পশু পাওয়া যাবে।"


তিনি আরও জানান, "এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু-মহিষ ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি, ছাগল-ভেড়া ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি এবং অন্যান্য প্রজাতির পশু ৫ হাজার ৫১২টি রয়েছে। চাহিদার তুলনায় প্রায় ২০ লাখ ৬৮ হাজার পশু বেশি থাকবে, যা বাজারে স্বস্তি আনতে সাহায্য করবে।"


এছাড়াও, কোরবানির পশুর সরবরাহ ও পরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

১৬ ঘন্টা আগে সোমবার, মে ৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন