Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে আমরা সংস্কার করব: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি কমিয়ে দেশকে সংস্কার করার চেষ্টা করছে। তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


সেমিনারটি যৌথভাবে

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করে।


জ্বালানি উপদেষ্টা বলেন, ‘জুলাই মাসের অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই সরকার কাজ করছে। বিশাল ঋণের বোঝা আমাদের ওপর রেখে গেছে, যা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা দুর্নীতির যে কাঠামো ছিল তা সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছি। আমরা দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে সংস্কার করতে চাই।’


ফাওজুল কবির খান আরও বলেন, ‘এ সরকারের বিশেষত্ব হলো, অন্য সরকারের জন্য নির্বাচনের প্রয়োজন হয়, যা টাকা এবং মাস্তানির প্রয়োজন। কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসেনি; আমরা দায়িত্ব গ্রহণ করেছি। ছাত্ররা আমাদের দায়িত্ব দিয়েছে। সুতরাং, আমরা কায়েমি শাসনের দায়বদ্ধ নই। আমরা দায়বদ্ধ হাজারো শহীদ এবং ৩০ হাজারের বেশি আহতদের প্রতি।’


তিনি উল্লেখ করেন, ‘সরকার হল একটি আমানত। হাজার কোটি টাকা খরচের প্রকল্পে, এটি ব্যক্তিগত টাকা নয়, জনগণের টাকা। এটি মনে রাখা উচিত। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। সবাই ভাবেন, আমাদের কাছে যেন একটি জাদুর কাঠি রয়েছে। আসলে আমাদের কাছে কিছুই নেই। ব্যাংকে টাকা নেই। রাজনীতিবিদরা উসখুস করছেন, কবে তারা ক্ষমতায় আসবেন। আমরাও চাই আমাদের কাজের দিকে ফিরে যেতে।’


সেমিনারে আরো বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাদাত আলী, অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সাবেক প্রেসিডেন্ট ড. আকতার মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রধান আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ মেহেদি এইচ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, উমামা ফাতেমা প্রমুখ।

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন