বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে এবং রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রোববার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা
ফখরুল বলেন, দেশে সাংবিধানিক সংকট তৈরির মতো কোনো সিদ্ধান্ত না নিয়ে বিএনপি সংবিধানের আলোকে সঠিক সিদ্ধান্ত নিতে চায়।রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গে তিনি জানান, এটি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ছাত্র-জনতার আন্দোলনের অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আজ আমরা শপথ নিয়েছি, দেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করব। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেয়েছে দেশ। এই সংগ্রামে যুবদলের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন অসুস্থ হলেও তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানে যুবদলের অব্যাহত ভূমিকা থাকবে। দেশের স্বার্থবিরোধী শক্তিকে প্রতিহত করতে যুবদল দৃঢ়ভাবে অগ্রণী ভূমিকা পালন করবে।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫