Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ঢাবি হলে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চুরির সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এক যুবক ফজলুল

হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাকে ধরে প্রথমে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যায় এবং মোবাইল চুরির অভিযোগ এনে তাকে এলোপাতাড়ি চর-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকে। যুবকটি তার নাম তোফাজ্জল বলে জানায়। কিছু সময় পরে তার মানসিক অবস্থার অস্বাভাবিকতা বোঝার পর তাকে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে খাবার খাওয়ানো হয়।


পরে তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে।


এরপর বিষয়টি আবাসিক শিক্ষকদের জানানো হলে, তাদের সহায়তায় অজ্ঞান অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


এজাহারে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে গিয়ে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।


এ ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে হল প্রশাসন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম এ কমিটি ঘোষণা করেন এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতার অনুরোধ করে আজ সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন