Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী গণ ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দেবপুর ফাউন্ডেশন এক ব্যতিক্রমী  ইফতার মাহফিলের আয়োজন করেছে, যেখানে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুবিধাবঞ্চিত প্রায় ১ হাজার মানুষ এক সাথে ইফতার খেয়েছেন। 


শুক্রবার (২৮ মার্চ) দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন মাওলানা আহসান উল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম এবং মৌলভী সুলতান আহমেদ চৌধুরী।


দেবপুর ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হাসান সুমন বলেন, "রোজাদারদের ইফতার করানোর আনন্দ অন্যরকম। আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন এই আয়োজন সফল করতে। রমজানে ইফতার করানো অনেক সাওয়াবের কাজ। আমরা চাই দল-মত নির্বিশেষে সবাই মিলে প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখতে পারি। এজন্য সকলের দোয়া প্রয়োজন।"


দেবপুর ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ জানান, "এটি আমাদের প্রথম বড় পরিসরে উন্মুক্ত ইফতার আয়োজন, যেখানে রাজনৈতিক, সামাজিক ও সুবিধাবঞ্চিত মানুষসহ দেবপুর গ্রামবাসী একত্রে ইফতার করেছেন। প্রায় ১ হাজার মানুষের একসঙ্গে ইফতার করা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এই আয়োজন চালিয়ে যেতে আমরা সবার সহযোগিতা আশা করছি।"


সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সাইমন বলেন, "দেবপুর গ্রামসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতারে অংশ নিয়েছেন, যা সত্যিই আনন্দের। আমরা চাই, এই উদ্যোগ অব্যাহত থাকুক এবং আরও বড় পরিসরে আয়োজন করা হোক। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমিন।"


অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাখাওয়াত হোসেন। তিনি বলেন, "ইফতার করা যেমন ফজিলতের, তেমনি ইফতার করানোও বরকতের কাজ। হজরত সালমান (রা.) বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি সে রোজাদারের সমপরিমাণ নেকি লাভ করবে, অথচ রোজাদারের প্রাপ্য নেকিতে কোনো ঘাটতি হবে না।"


অনুষ্ঠানে দেবপুর ফাউন্ডেশনের সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন