Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

দেবিদ্বারে শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

স্টাফ রিপোর্টার:
১৪ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার দুপুরে ৪নং আমললী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ফারহানা সুলতানা এই আদেশ দেন।

Daily Bangladesh Mirror

x3igimt xarpa2k xedcshv x1lytzrv x1t2pt76 x7ja8zs x1qrby5j x1jfb8zj">মামলার অপর তিন আসামী হলেন কবির হোসেন, মোসলেম মিয়া, রাকিবুল হাসান।

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, 'দুপুরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। অপর তিন আসামী জামিনে মুক্ত আছেন'।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুঁরির আঘাতে শান্ত খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চার জন। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

১৪ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন