কুমিল্লার দেবিদ্বারে নৌকা সমর্থকদের বাড়িঘর- অফিস কার্যালয়ে হামলা-ভাংচুর অব্যাহত রয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার নিউমার্কেট এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সাদ্দাম হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ের দরজা ভেঙ্গে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়।
উল্লেখ্য
যে সাদ্দাম হোসেন সাবেক সাংসদ নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষ হয়ে নির্বাচনে কাজ করেছিলেন। ঈগল প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ সমর্থিত নেতাকর্মীরা এসব হামলা তান্ডব চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের নেতাকর্মীরা।ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আনিল নৌকার পক্ষে কাজ করায় শনিবার তাকে মারধর করে। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।
একই দিন ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের জৈনুদ্দিন বাড়ির মোহাম্মদ ইউনুস মিয়া, ছাড়া বাড়ির মোঃ রফিক ও দুয়াগাজীর বাড়ির মোহাম্মদ খোরশেদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঈগলের সমর্থকরা।
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫