Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, আজকের কুমিল্লায় প্রতিবেদনের পর র‌্যাবের হাতে আটক ৩

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।


এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার

দিকে বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)।


র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাহাপাড়া এলাকার স্থানীয় সাকু মিয়ার মালিকানাধীন একটি কারখানায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে এক যুবককে আটক করে তাঁর ওপর কুকুর লেলিয়ে নির্যাতন চালানো হয়।


এসময় পাশের কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৬ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন