চলতি ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এ প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৪ শতাংশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রথমে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
কিন্তু এখন সেই পূর্বাভাস থেকে ১ দশমিক ৭ শতাংশ পয়েন্ট কমিয়ে নতুন প্রাক্কলন করা হয়েছে। তবে গত সরকারের বাজেটে চলতি অর্থবছরের জন্য ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।বিশ্বব্যাংক ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাংবাদিকরাও যুক্ত ছিলেন। সমকাল প্রতিনিধির প্রশ্নের উত্তরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্র্যানজিসকা ওহসর্জ জানান, নীতি অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যার প্রভাবের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস নিম্নমুখী করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। রাজনৈতিক অনিশ্চয়তার ফলে বিনিয়োগ ও শিল্পখাতে প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। এছাড়াও সাম্প্রতিক বন্যায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে গত অর্থবছরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হওয়ার প্রাক্কলন করা হয়েছে। তবে বিশ্বব্যাংক তাদের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হয়েছে বলে জানিয়েছে। আগের প্রাক্কলনে এই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ, যা তারা সংশোধন করেছে।
সূত্র: ইত্তেফাক
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫